নারায়ণগঞ্জ কারাগারে মামুনুল হক

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২১ ১৯:১৮; আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৭:১৮

ছবি: সংগৃহিত

নারায়ণগঞ্জে দায়েরকৃত ছয়টি মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার সকালে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম শনিবার দুপুর পৌনে ১ টায় বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনুল হকের বিরুদ্ধে করা ছয় মামলার মধ্যে তিনটি করেছে জেলা পুলিশ, দুটি করেছে সিআইডি এবং একটি করেছে পিবিআই। তিনি আরো জানান, রিমান্ডে মামুনুল হক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অচিরেই আমরা তা গণমাধ্যমকে জানাব।
পিবিআইয়ের করা মামলায় গত বুধবার সর্বশেষ মামুনুল হককে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে ১২ মে নাশকতা ও ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়ের করা আরও পাঁচটি মামলায় মামুনুল হকের তিনদিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top