অভিযোগ গঠনের শুনানি ২৭ আগস্ট

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলা আমলে নিল আদালত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০ ২২:০৯; আপডেট: ১৯ আগস্ট ২০২০ ২২:৫৩

ফাইল ছবি

দেশজুড়ে ব্যাপক আলোচিত সমালোচিত প্রতারণার বরপুত্র রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েস অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন।

একই সাথে সাহেদের পক্ষে করা আইনজীবী মোহাম্মদ নাজমুল হোসেনের জামিন আবেদন ও নাকচ করে দিয়েছে আদালত।

মামলাটির রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় সাহেদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ আগস্ট অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করেছেন আদালত।

গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় করা মামলাটিতে সাহেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এর আগে, ৭ জুলাই শাহেদের মালিকানাধীন প্রতিষ্ঠান রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জব্দ করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে
র‍্যাবের করা মামলায় গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

খবর-প্রথম আলো
এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top