আজ সকাল থেকে ফের শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২১ ১৪:৪৮; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১২:১৬

ছবি: সংগৃহিত

আজ বুধবার সকাল থেকে আবার করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। ৩৫ বছর এবং তার বেশি যাদের বয়স তারা রেজিস্ট্রেশন করতে পারবেন।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা পেয়েছি। প্রযুক্তিগত সব প্রস্তুতি শেষ। বুধাবার থেকেই সবাই রেজিস্ট্রেশন করতে পারবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টা থেকে সুরক্ষা ওযেবসাইট সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।



বিষয়: ভ্যাকসিন


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top