গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ : স্বাস্থ্যমন্ত্রী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১ ২১:৫৪; আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৬

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা থেকে সুরক্ষায় আপাতত গণটিকা কার্যক্রম বন্ধ থাকছে। সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারো গণটিকা কার্যক্রম শুরু হবে।

রোববার দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা পেতে চীনের সাথে চুক্তিবদ্ধ হচ্ছি। যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সাথে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। এখন টিকা পেতে অপেক্ষায় আছি। ভারতের কাছে পাওনা আছে দু’কোটি ৩০ লাখ টিকা। কোনো কার্যক্রম আটকে নেই। টিকা পাওয়ার সাথে সাথে গণটিকা কার্যক্রম আবারো শুরু হবে।

মন্ত্রী বলেন, চালতি সপ্তাহে আমরা ৫৪ লাখ টিকা পেয়েছি। মাসের শেষ সপ্তাহে আরো ৫০ লাখ টিকা আসবে। এর মধ্যে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে।

দেশে করোনা সংক্রমণ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে। গতমাসেও আমাদের সংক্রমণ পরিস্থিতি অনেক খারাপ ছিল। তখন সংক্রমণের হার ৩২ শতাংশে উঠে গিয়েছিল। এখন এটা কমে ২০ শতাংশের মধ্যে চলে এসেছে। তবে সংক্রমণ ও মৃত্যু কিছু কমলেও আমরা সন্তুষ্ট নই, আমরা পাঁচ শতাংশের নিচে সংক্রমণ চাই।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top