দেশেই হবে শেষকৃত্য

যুক্তরাষ্ট্রে বীরোত্তম সি আর দত্তের প্রয়াণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০ ২১:৫১; আপডেট: ২৫ আগস্ট ২০২০ ২১:৫৬

ফাইল ছবি

জীবনের সাথে সব সস্পর্ক ত্যাগ করলেন দেশের মুক্তিযুদ্ধের অঙ্গনের অন্যতম পরিচিত মুখ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই মুক্তিযোদ্ধা।

সি আর দত্ত সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব সি আর দত্তের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩ বছর। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীরোত্তম সম্মানে ভূষিত করে।

মহান এই মুক্তিযোদ্ধা সি আর দত্ত সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বে ছিলেন আমৃত্যু।

দেশের মানুষকে ঋণী করা এই মুক্তিযোদ্ধা জীবনের শেষ সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছোট মেয়ে কবিতা দাশগুপ্তার বাসায় কাটান। সেখানে গত শুক্রবার বাথরুমে পড়ে যান। এরপর তাঁকে ফ্লোরিডার বয়নটন বিচের বেথিসদা হাসপাতালে নেওয়া হয়। আজ সকাল সাড়ে নয়টায় সেখানে তাঁর মৃত্যু হয়।

প্রয়াত এই বীরোত্তমের জীবনের শেষ ইচ্ছে অনুযায়ী দেশের মাটিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তার মরদেহ দেশে আনার ব্যবস্থা হচ্ছে।

সাবেক সফল এই সেনানায়ক জন্মগ্রহণ করেন ১৯২৭ সালের ১ জানুয়ারি। তিনি ১৯৪৭ সালে পাকিস্তান আর্মিতে অফিসার পদে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান।

শেষ সময়ে এসে নিজের জীবন সঙ্গীনিকে হারান তিনি। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর তিন সন্তানই যুক্তরাষ্ট্রপ্রবাসী।

  • খবর-প্রথম আলো
    এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top