কড়াকড়ি আসলো ফায়ার সার্ভিসের পোশাক ব্যবহারে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০ ১৮:৩১; আপডেট: ২৬ আগস্ট ২০২০ ২২:৫১

ফাইল ছবি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পোশাক ব্যবহারে কড়াকড়ি বিধি-বিধান নিয়ে আসল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

সম্প্রতি অধিদপ্তর তাদের এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, অনুমতি ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল  তিন রঙয়ের পোশাক ব্যবহার করা যাবে না। অধিদপ্তরের অনুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারো জন্য ব্যবহার নিষিদ্ধ। বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহূত কালো, ছাই ও কমলা এই তিন রঙয়ের পোশাকের ডিজাইন, রঙ ও পেটেন্টের নিবন্ধন অনুমোদন দিয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এখন থেকে অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহূত পোশাকের অলংকৃত ডিজাইন, প্যাটার্ন, রঙয়ের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণ অনুমোদন লাভ করল প্রতিষ্ঠানটি।

সকলের সাহায্য কামনা করে অধিদপ্তর জানায়, পূর্বানুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারো ব্যবহার নিষিদ্ধ এবং এ বিধি অমান্য করে ব্যবহার করলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। 

  • খবর-ইত্তেফাক
    এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top