করোনায় আক্রান্ত দেশের ৩৪ মন্ত্রী-এমপি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০ ১৮:০৭; আপডেট: ২৭ আগস্ট ২০২০ ১৮:০৮

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাস দেশে হানা দেয় মার্চের শেষের দিকে। কিন্তু এর নাকাল থেকে বের হতে পারছে দেশ। দেশের সর্বস্তরে এমনকি জাতীয় সংসদে হানা দিয়ে থমকে দিয়েছে স্বাভাবিক কার্যক্রম।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার পর ও বর্তমান জাতীয় সংসদের এখন পর্যন্ত ৩৪ জন সাংসদ আক্রান্ত হয়েছেন করোনায়। অর্থাৎ, জাতীয় সংসদের (সংরক্ষিত নারী আসনসহ ৩৫০ আসন) প্রায় ১০ শতাংশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত ৩৪ সংসদ সদস্যদের মধ্যে ৩২ জনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংসদ। বাকি দুজন হলেন গণফোরামের মোকাব্বির খান ও বিএনপির রুমিন ফারহানা।

আক্রান্ত সাংসদদের মধ্যে পাঁচজন মন্ত্রিসভার সদস্য। সংরক্ষিত নারী আসনের সাংসদ রয়েছেন তিনজন। এ পর্যন্ত আক্রান্ত সাংসদদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন এবং চিকিৎসাধীন ৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের প্রথম সংসদ সদস্য হিসেবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ মোহাম্মদ নাসিম এবং এরপর ২৭ জুলাই মারা যান নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম। এর বাইরে টেকনোক্র্যাট কোটায় (সাংসদ নন) ধর্ম প্রতিমন্ত্রী হওয়া শেখ মো. আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে ১৩ জুন রাতে মারা গেছেন।

যেসব মন্ত্রীসভার সদস্যরা করোনায় আক্রান্ত তারা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তাঁরা সবাই এখন সুস্থ।

করোনা প্রাদুর্ভাব পরিস্থিতির মাঝেই সংসদে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পর বেশ সমালোচনায় আসে সাংসদদের স্ব-শরীরে উপস্থিতির বিষয়টি। সংসদ সচিবালয় সূত্র জানায়, গত জুনে বাজেট অধিবেশনে যোগ দেওয়া সাংসদদের মধ্যে দুজনের করোনা শনাক্ত হয়। তাঁরা হলেন নড়াইল-২ আসনের মাশরাফি বিন মুর্তজা ও সিলেট-২ আসনের মোকাব্বির খান। দুজনেই এখন সুস্থ। এ ছাড়া সংসদ সচিবালয়ের প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন ওই সময়। তাই সতর্কতা হিসেবে নমুনা পরীক্ষা করাতে ১৭০ জন সাংসদকে চিঠি দেওয়া হয়। এর মধ্যে ১২০ জনের মতো সাংসদ নমুনা দিলে দুজনের করোনা শনাক্ত হয়। এই দুই সাংসদ রাজশাহী-৪ আসনের এনামুল হক ও চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত নারী আসনের ফেরদৌসি ইসলাম। তাঁরা এখন সুস্থ। বাকি সাংসদেরা নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষা করান বলে জানা গেছে।

আক্রান্ত ৩৪ জনের মধ্যে করোনাভাইরাস সর্বপ্রথম শনাক্ত হয় গত ১ মে নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের দেহে। আর সর্বশেষ ২৩ আগস্ট ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলামের করোনা শনাক্ত হয়। শুধু আগস্ট মাসেই ৮ জন সাংসদ করোনায় আক্রান্ত হন।

যেসব সংসদ সদস্যরা আক্রান্ত হয়ে বর্তমান চিকিৎসাধীন তারা হলেন ঠাকুরগাঁও–২ আসনের দবিরুল ইসলাম, রাজশাহী-৫–এর মনসুর রহমান, টাঙ্গাইল-৭–এর মো. একাব্বর হোসেন, পটুয়াখালী-৩–এর এস এম শাহজাদা, চট্টগ্রাম-৬–এর এ বি এম ফজলে করিম চৌধুরী ও মেহেরপুর-২–এর মোহাম্মদ সাহিদুজ্জামান।

  • খবর-প্রথম আলো 
    এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top