ঢাকেশ্বরী মন্দিরে দেয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

ঢাকায় এসেছে সিআরদত্তের মরদেহ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০ ১৭:৪৭; আপডেট: ৩১ আগস্ট ২০২০ ২১:০৪

ফাইল ছবি

বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের অন্যতম সেনানী মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্তের (চিত্ত রঞ্জন দত্ত) মরদেহ ঢাকায় পৌঁছেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই বীর উত্তমের মরদেহ দেশে আনা হয়।

প্রয়াত এই মহান মুক্তিযোদ্ধার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বনানীতে সিআরদত্তের বাসায় নেয়া হবে। পরে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হবে এবং তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে।

মুক্তিযুদ্ধের এই মহানায়ককে দেয়া হবে সামরিক সম্মাননা। সম্মাননা প্রদানে ওইদিন মন্দির চত্বর থেকে বেলা ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ শ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠানের আগে সি আর দত্তের মরদেহে গানস্যালুট প্রদান করা হবে।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে এখন মহামারি পরিস্থিতি বিরাজ করায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে এবং হবিগঞ্জে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হবে না

প্রসঙ্গত, দেশের মানুষকে ঋণী করা মহান এই বীর উত্তম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ আগস্ট মারা যান। খবর যুগান্তরের। 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top