হেফাজতে ইসলামের আমির আবার হাসপাতালে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১ ০৭:২০; আপডেট: ২০ মার্চ ২০২৫ ০২:৩৮

সংগৃহীত ছবি

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস আজ সন্ধ্যায় বলেন, গত মাসের শেষের দিকে জ্বর নিয়ে আমির হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হওয়ার পর তাঁকে বাসায় আনা হয়। এরপর থেকে শরীর দুর্বল। তেমন কিছু খেতে পারছেন না।

মীর ইদ্রিস আরও বলেন, শরীর দুর্বল হওয়ায় আজ এক বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হয়। তাঁর পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। আগামীকাল চিকিৎসকেরা আমিরের চিকিৎসার বিষয়ে বৈঠকে বসবেন।

এ বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা যান। জানাজার আগে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করেন হেফাজত মহাসচিব নুরুল ইসলাম। পরে সাংগঠনিকভাবে মুহিব্বুল্লাহ বাবুনগরী আমির নির্বাচিত হন। এর আগে তিনি সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top