নির্বাচন কমিশন গঠনে দেরি হবে : আইনমন্ত্রী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৪৬; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:১৫

নতুন নির্বাচন কমিশন গঠনে দেরি হবে বলে ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে এতে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে না বলে দাবি করেন তিনি। দুপুরে ঢাকার একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের কাছে এই ইঙ্গিত দেন আইনমন্ত্রী। এদিন ১ লাখ ৮৩ হাজার ব্যক্তিকে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত বিশেষ জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করে ইসি। এসময় নিজেকে সফল দাবি করে ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরে ইসিও সম্মানিত হয়েছে বলে মন্তব্য করেন সিইসি কে এম নুরুল হুদা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে দক্ষ, সৎ ও যোগ্য লোকের সন্ধানে কাজ করছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি।
সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে সোমবার। একদিন আগে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বিশেষ স্মার্ট কার্ড দেওয়া শুরু করে ইসি। ১ লাখ ৮৩ হাজার মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রথম ধাপে ১০০ জনের হাতে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত বিশেষ জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হয়।
আনুষ্ঠানিকতা শেষে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যম কর্মীদের ইঙ্গিত দেন, নতুন নির্বাচন কমিশন গঠনে দেরি হতে পারে।
নতুন কমিশন গঠন না হওয়া পর্যন্ত ইসি শুধু সাচিবিক দায়িত্ব পালন করবে বলেও স্মরণ করিয়ে দেন আইনমন্ত্রী।
আপনার মূল্যবান মতামত দিন: