নারায়ণগঞ্জের মসজিদ বিস্ফোরণ
লিকেজ থেকে বের হচ্ছে গ্যাস
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৯; আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৩
-2020-09-12-12-51-53.jpg)
নারায়ণগঞ্জে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনার রেশ কাটেনি এখনো। ঘটনার এক সপ্তাহ পরে ও শহরের ফতুল্লা মসজিদ এর পাশের সড়কে তিতাসের লাইন থেকে গ্যাস বেরিয়ে বুদবুদ উঠছে।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মসজিদের সামনের সড়ক পুরোটাই কাটা। গর্তে জমে আছে পানি। মসজিদের উল্টোপাশে সড়কের এক পাশ দিয়ে কোনোমতে যাতায়াত করছেন লোকজন। মসজিদের প্রধান সড়ক থেকে কয়েক ফুট দূরে সড়কের কেটে ফেলা অংশে জমে থাকা পানি ও কাদা ঠেলে গ্যাস বের হচ্ছে। কিছুটা কাছে গেলেই গ্যাসের বুদবুদ দেখা যায়।
গ্যাস বের হওয়ার বিষয়টি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও। তবে বিকাল ৫টার দিকে সেখানে আর গ্যাসের বুদবুদ দেখা যায়নি।
কথা হচ্ছিল মসজিদ এলাকায় স্থানীয় এক বাসিন্দা হাফিজুর রহমানের সাথে, সকাল থেকেই গ্যাস বের হওয়ার বিষয়টি লক্ষ করেছেন তিনি। তিনি জানান “যেখানে পানি আছে সেখানে গ্যাস বের হওয়ার বিষয়টি বোঝা যায়। কিন্তু অনেক জায়গায় শুধু কাদা-মাটি। সেখানে তো গ্যাস বের হলেও বোঝা যাবে না।”
গ্যাস বের হওয়ার সম্ভাবনার কথা স্বীকার করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. মফিজুল ইসলাম বলেন, “গ্যাসের লাইনে ছিদ্র থেকে গ্যাস বের হতে পারে। তবে ছিদ্র হলে তা থেকে অনবরত গ্যাস বের হওয়ার কথা।
তিনি আরো জানান, “ঘটনাস্থলে আমাদের জরুরি টিম পাঠানো হয়েছে, তারা বিষয়টি দেখছে। পাইপলাইনে আরও ছিদ্র আছে কি না তা দেখার জন্যই আমরা গর্তগুলো ভরাট করিনি। পাইপে ছিদ্র থাকলে তা বন্ধে শনিবার ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, গত ০৪ সেপ্টেম্বর দেশে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে বিকট শব্দে বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ দগ্ধ হন। তাদের মধ্যে এক শিশু, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, ইমাম ও মুয়াজ্জিনসহ অন্তত ৩১ জন এরইমধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিদের অবস্থাও সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: