পুর্নদখল ঠেকাতে এবার বিআইডব্লিউটিএ বাগানের উদ্যোগ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০ ২০:১১; আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৬
-2020-09-12-14-33-57.jpg)
রীতিমতো এক সংগ্রামে অবতীর্ণ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রতিনিয়ত বুড়িগঙ্গা নদীর তীরে রক্ষায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় দখলদারদের কাছ দখল হওয়া তীরের পুনর্দখল ঠেকাতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। দৃষ্টিনন্দন বাগান তৈরির করা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে। ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় এমন উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ঢাকার নদ-নদীর নাব্যতা স্বাভাবিক কারণে এবং নদ-নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অভিযান চালানো হয়। সে সময়ে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (পোস্তগোলা সেতু) হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা মালামাল ২০ লাখ টাকায় বিক্রি করা হয়েছিল।
দখলমুক্ত করা নদীর তীরে পুনরায় দখল করার খবর পায় বিআইডব্লিউটিএ। তাদের অভিযান পরিচালনাকারী দল দেখতে পান, নদীর জায়গা দখল করে সেখানে আবারও ইট, বালুর গদি তৈরি করা হয়। এই দফায় অবশ্য উচ্ছেদের খবর পেয়ে অবৈধ দখলদারেরা আগেই বেশির ভাগ মালামাল সরিয়ে নেন। পরে বাকি মালামাল জব্দ করে তা ৮ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়।
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরেজমিন পরিদর্শনে দেখা যায় পোস্তগোলা সেতুর পশ্চিম পাড়ে কেরানীগঞ্জ অংশে দুটি এক্সকাভেটর দিয়ে মাটি সমান করার কাজ চলছে। একটি অংশে কিছু গাছ লাগানো হয়েছে। বাকি অংশে গাছ লাগানোর উপযোগী পরিবেশ তৈরি করতে এক্সকাভেটর দিয়ে কাজ হচ্ছে।
দখলমুক্ত করার পর পুনরায় বিআইডব্লিউটিএকে অভিযান পরিচালনা করতে হয়পুনর্দখল ঠেকাতে। গত সপ্তাহে বুড়িগঙ্গার তীরে দুদিন অভিযান চালানো হয়েছে। এই দুই দিনে ১০৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়। জব্দ করা মালামাল নিলামে বিক্রি হয় ১১ লাখ ২০ হাজার টাকা। আর নদীর জায়গায় স্থাপনা নির্মাণের অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সার্বিক বিষয়ে জানতে কথা হয় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের সাথে। তিনি বলেন পুনর্দখল ঠেকাতে হাসনাবাদ এলাকায় নান্দনিক পরিবেশ তৈরি করতে তাঁরা কাজ করছেন। সেখানে সবুজ বলয় গড়ে তোলার হচ্ছে। খবর-প্রথম আলো
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: