মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি লড়াইয়ে যাবে বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৬; আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৭:২৭
-2022-02-23-08-15-29.jpg)
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি লড়াই করবে। মামলায় লড়তে প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত এই সপ্তাহেই নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি সুরাহার জন্য বাংলাদেশের হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা এবং আদালতে মামলা লড়তে প্রতিনিধি নিয়োগের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, ‘র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আইনি প্রচেষ্টা অব্যাহত আছে। তবে চূড়ান্তভাবে আইনি পদক্ষেপের দিকে যাব কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা তিনটি আইনি পরামর্শক সংস্থার সঙ্গে কথা বলেছি। সেখান থেকে সবচেয়ে ভালো পরামর্শটি নিয়ে এ সপ্তাহে একটা সিদ্ধান্তে নেওয়া হবে।’
বিষয়টি সুরাহায় তৃতীয় দেশের মধ্যস্থতার সম্ভাবনা নাকচ করে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, ‘না, আইনানুগ কিংবা কূটনৈতিক উদ্যোগে এটি সুরাহা করতে বাংলাদেশের সামর্থ্য যথেষ্ট। আমি খুব পরিষ্কারভাবেই বলছি, এখানে আমরা কোনো রাষ্ট্রকে যুক্ত করতে চাই না।’
আপনার মূল্যবান মতামত দিন: