সাবেক স্বাস্থ্যমন্ত্রী
মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ
রাজ টাইমস্ ডেস্ক: | প্রকাশিত: ২ জুন ২০২০ ০৫:৩৬; আপডেট: ২ জুন ২০২০ ০৫:৫৫

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা পজিটিভ এসেছে। সোমবার রাতে তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে হাসপতালে ভর্তির পর তার করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে তিনি ভর্তি আছেন। আওয়ামী লীগের দুই মেয়াদে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: