ঈদে অগ্রিম টিকিট বিক্রি: ১৫ ও ২৩শে এপ্রিল

ডেক্স রির্পোট | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ০৬:৫০; আপডেট: ১২ এপ্রিল ২০২২ ০৬:৫১

ঈদুল ফিতর উপলক্ষে ১৫ই এপ্রিল থেকে শুরু হচ্ছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। সোমবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্যদিকে ঈদ সামনে রেখে ২৩শে এপ্রিল থেকে অগ্রিম ট্রেনের টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকেট কিনতে পারবেন যাত্রীরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশের বাস ট্রাক ওনার্স এসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘আমরা সব বাস মালিকরাই আগামী ১৫ই এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করব। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট সরবরাহ করতে পারবেন যাত্রীরা।’

তিনি আরও বলেন, ‘বিআরটির নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেয়া নির্দেশ দেয়া হয়েছে। ভাড়ার চাটের বাইরে বাড়তি ভাড়া নেয়া যাবে না। ১৫ই এপ্রিল দেয়া হবে ২৬শে এপ্রিলের অগ্রিম টিকিট।’

ঈদে ট্রেনের টিকিট বিক্রি শুরু ২৩শে এপ্রিল

রোজার ঈদ সামনে রেখে ২৩শে এপ্রিল থেকে অগ্রিম ট্রেনের টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকেট কিনতে পারবেন যাত্রীরা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, ২৩শে এপ্রিল বিক্রি করা হবে ২৭শে এপ্রিলের যাত্রার টিকেট।
একইভাবে ২৪শে এপ্রিল মিলবে ২৮শে এপ্রিলের, ২৫শে এপ্রিল মিলবে ২৯শে এপ্রিলের, ২৬শে এপ্রিল মিলবে ৩০শে এপ্রিলের এবং ২৭শে এপ্রিল ১লা মে’র টিকেট। চাঁদ দেখা সাপেক্ষে ২রা মে ঈদ হবে ধরে নিয়ে টিকেট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ৩রা মে ঈদ হলে ২৮শে এপ্রিল বিক্রি হবে ২রা মে’র ট্রেনের টিকেট। আর ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ই মে। সেদিনের ট্রেনের আগাম টিকেট বিক্রি হবে ১লা মে। ঈদযাত্রার বিক্রিত কোনো টিকেট ফেরত নেয়া হবে না।

আরও জানানো হয়, ২৩শে এপ্রিল সকাল ৬টা থেকে অনলাইনে ও সকাল ৮টা থেকে স্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হবে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারে টিকেট বিক্রি হবে। একটি কাউন্টার থাকবে নারীদের জন্য সংরক্ষিত।

এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। এবারের ঈদে নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে।

যাত্রীসেবা বাড়াতে ২৫শে এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top