শেষ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

রাজ টাইমস | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ০৩:৩৫; আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ২৩:৪০

জুমাতুল বিদায় বায়তুল মোকাররম মসজিদের একাংশ। ছবি: সংগৃহীত

রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। এ উপলক্ষে শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।

হজরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা এরই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

এদিন বায়তুল মোকাররম মসজিদ জুমার আজানের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পাশে খোলা জায়গা ও মার্কেটের ভেতরে কাতার করে নামাজ আদায় করেন অনেকে। অভিভাবকদের সঙ্গে জুমা পড়তে আসে শিশু-কিশোররা। পাশাপাশি নারীরাও আসেন।

মাজের পর বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণে কান্নাজড়িত কণ্ঠে মোনাজাত করেন মুসল্লিরা। আখিরাতে মুক্তির পাশাপাশি দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে দোয়া করা হয় মহান আল্লাহর কাছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top