রাণীনগরে সন্ন্যাস মন্দিরের তিনটি মূর্তি ভাঙচুর
রাজ টাইমস | প্রকাশিত: ২৮ মে ২০২২ ০২:৩২; আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ০৭:৫৫

নওগাঁর রাণীনগর উপজেলায় একটি সন্ন্যাস মন্দিরে থাকা সন্ন্যাস (শিব) মূর্তিসহ তিনটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের অন্ধকারে উপজেলার পারইল পানিতাপাড়া গ্রামের জোসনা রানীর ব্যক্তিগত মন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
মন্দিরের মালিক জোসনা রানী জানান, বাড়ি সংলগ্ন আমার ব্যক্তিগত একটি সন্ন্যাস মন্দির রয়েছে। সেই মন্দিরে সন্ন্যাস (শিব) মূর্তি ও সন্ন্যাসের দুটি বাহন মূর্তিসহ মোট তিনটি মূর্তি ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় মন্দিরে প্রদীপ জ্বালিয়ে বাড়িতে যাই। শুক্রবার সকালে মন্দিরে ভোগ দেওয়ার জন্য মন্দিরে গিয়ে দেখি কে বা কাহারা মন্দিরের ভিতরে থাকা সন্ন্যাস (শিব) মূর্তির গলা, হাতসহ বিভিন্ন জায়গা ভেঙে ফেলেছে। এছাড়া সন্ন্যাসের দুটি বাহন মূর্তির বিভিন্ন জায়গা ভেঙে মাটিতে ফেলে রেখেছে। তিনি আরও জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল মন্দিরে এসেছিল।
এ বিষয়ে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি ও ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: