অফিস খোলা ও জন চলাচলের উপর প্রজ্ঞাপন জারি
রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৬ জুন ২০২০ ০০:৪২; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:৪০

করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে অফিস খোলা ও জনসাধারণের চলাচলের বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ সোমবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আগামী ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে অফিস খোলা রাখার কথা বলা হয়েছে।
এর আগে করোনাভাইরাসের কারণে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই সময়ে গণপরিহন ও কলকারখানা সীমিত পরিসরে চালু করা হলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবারের সর্বশেষ নির্দেশনা অনুসারে করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে আগামী ৬ আগস্ট পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: