রাবিতে প্রক্সিকাণ্ডে জড়িতদের ফল বাতিল

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ৪ আগস্ট ২০২২ ০৪:০৯; আপডেট: ৪ আগস্ট ২০২২ ০৪:০৯

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িতদের ফল বাতিল করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয় ভর্তি উপ-কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।

সূত্রে জানা যায়, ২০২১-২২ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত সকলের পরীক্ষার ফল বাতিল করা হয়েছে। যেহেতু তাদের বিরুদ্ধে জালিয়াতি অভিযোগ রয়েছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের শাস্তি প্রদান করা হয়েছে, সেহেতু এসব শিক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে গণ্য হয়েছে। এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ ডীন ও এ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়ে জরুরি সভায় মিলিত হই। সেখানে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িতদের ফলাফল বাতিলের সিদ্ধান্ত হয়।’

জালিয়াতি প্রমাণের পরও ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভর্তিচ্ছু তানভীরের হয়ে কেউ প্রক্সি দিয়েছে, এই তথ্য আমাদের দেওয়া হয়নি। সেজন্য তার নাম রয়ে গেছে এবং স্বাভাবিক নিয়মে ফল প্রকাশ হয়েছে। কিন্তু আজ এসম্পর্কে অবিহিত হয়ে ঐসব শিক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রক্সিকাণ্ডে জড়িত সকলের ফলাফল বাতিল করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ডীন ও অন্যান্যদের সাথে আলোচনা হয়েছে। তারা ভর্তি পরীক্ষায় জালিয়াতি করা সকলের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।’ 

 

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top