নেয়া হবে স্থগিত পরীক্ষাসমূহ, পরিস্থিতি বিবেচনায় হল-ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত
কে এ এম সাকিব, রাবি | প্রকাশিত: ১ জুন ২০২১ ১৫:১৩; আপডেট: ১ জুন ২০২১ ১৭:৩৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন বিভাগে আটকে থাকা পরীক্ষাসমূহ নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।
৩১ মে (সোমবার) তিনি রাজটাইমসকে এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি রাজটাইমসকে বলেন, আগামী ৩ তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগ চেয়ারম্যান ও পরিচালকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকে আটকে থাকা পরীক্ষা সমূহ নিয়ে নেয়ার সিদ্ধান্ত হবে।
উপাচার্য জানান, পরীক্ষা সমূহ নেয়ার জন্য দুই থেকে তিন সপ্তাহ সময় দেয়া হবে। পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে জানতে চাইলে তিনি বলেন, এটা একাডেমিক কমিটির সিদ্ধান্ত। তারা যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবে।
তিনি জানান, আমরা আপাতত ২০১৯ সালের সম্মান শ্রেণীর পরীক্ষা এবং পরবর্তীতে মাস্টার্সের পরীক্ষাসহ ধাপে ধাপে সকল আটকে থাকা পরীক্ষা গুলো নেয়ার পরিকল্পনা করছি। যেসব বর্ষের এখনো ক্লাস হয় নি তাদের নির্দিষ্ট সময় ক্লাস শেষে পরীক্ষা নেয়া হবে।
এছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে হল-ক্যাম্পাস খোলা হবে বলে জানান তিনি।
- এসএইচ
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: