রাবির ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক ফল প্রকাশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ০৬:০৫; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:০২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক ফল প্রকাশিত হয়েছে। রোববার (২৮ আগস্ট) রাতে এই ইউনিটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি (সম্মান)/বি.ফার্ম.(সম্মান)/বি.এসসি.এজি./ডি.ভি.এম./বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শুন্য আসনের ভিত্তিতে ১ম নির্বাচন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হল।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নির্বাচিত ভর্তিচ্ছুদের আগামী ০১-০৯-২০২২, ০৪-০৯-২০২২ এবং ০৫-০৯-২০২২ সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:০০টার এবং দুপুর ২:০০টা থেকে ৪:৩০টার মধ্যে নিচে বর্ণিত পদ্ধতিতে ভর্তিপ্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাইয়ের জন্য নিম্নের দপ্তরে উপস্থিত হতে হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: