ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে ছাত্রদলের শোকপ্রকাশ
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ ০৫:৩৯; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৮:১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে মারা যাওয়া শাহরিয়ারকে নিজ দলের কর্মী দাবি করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৯ অক্টোবর ) রাত ৮ টার দিকে তিনি তৃতীয় তলা থেকে পড়ে যায়। পরে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা শাহরিয়ারকে নিজদলের কর্মী বলে দাবি করে ফেসবুকে পোস্ট দিয়ে শোকপ্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও হবিবুর হল ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম ফেসবুক স্ট্যাটাসে শোকপ্রকাশ করেন।
ফেসবুক স্ট্যাটাসে গোলাম কিবরিয়া লিখেছেন, `রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। রাবি ছাত্রলীগের কর্মী, আমাদের মিছিলের সহযোদ্ধা শাহরিয়ার হবিবুর রহমান হলের ৪ তলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।'
শহীদ হবিবুর রহমান হল সভাপতি মোমিন লিখেছেন, `শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের তুমি(শাহরিয়ার) একজন একনিষ্ঠ কর্মী। শাহরিয়ার তোমার জন্য কিছুই করতে পারিনি এভাবে চলে যাবে ভাবতেই পারিনি আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ক্ষমা করে দিও শাহরিয়ার শেষবারের মত তোমাকে দেখার সুযোগ পেলাম না।'
এদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহি ও ছাত্রদলের সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিন স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
শাহরিয়ার মেধাবী পরোপকারী দায়িত্ববান সদালাপী ছিলেন দাবি করে শোকবার্তা ছাত্রদল নেতারা বলেন, তার মৃত্যুতে পরিবার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অত্যন্ত মর্মাহত ও শোকাহত। রাবি ছাত্রদলও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শাহরিয়ারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ছাত্রদল নেতারা বলেন, রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তারদের বিরুদ্ধে দায়িত্বহীন আচরণের অভিযোগ তুলে নিন্দা জ্ঞাপন করেন।
বিষয়: বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে ছাত্রদলের শোকপ্রকাশ
আপনার মূল্যবান মতামত দিন: