তিন বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

তিন বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ ০৯:২২; আপডেট: ৩ মে ২০২৫ ২২:২৬

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিৎ করেন।

উপমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার থেকে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top