ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ১০:৩০; আপডেট: ৬ নভেম্বর ২০২২ ১০:৩১

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাশে মধ্যরাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে জিম নাজমুল নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাবি কর্তৃপক্ষ।

শনিবার (৫ নভেম্ব) দুপুরে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুল ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে থাকেন বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ অক্টোবর মধ্যরাতে রাজু ভাস্কর্যের পাশে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে আইনশৃঙ্খলা পরিপন্থি আচরণ এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ণ করায় ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে কেন তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে।

#এমএস




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top