ধর্ষণের প্রতিবাদ : শিক্ষকের নগ্ন পদযাত্রা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০ ০০:২৮; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০২:০৭

দেশব্যাপী ধারাবাহিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে নগ্ন পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ খান।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৩ জন শিক্ষার্থীকে নিয়ে তিনি এই নগ্ন পদযাত্রা শুরু করেন।
তার এই নগ্ন পদযাত্রা নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে তিনি সচেতনতামূলক বার্তা দেন।
অধ্যাপক ফরিদ খান বলেন, আমরা চাই ধর্ষণমুক্ত একটি সমাজ। সামাজিক আন্দোলন ছাড়া এটি সম্ভব নয়। নারীদের প্রতি সম্মান জানাতেই আমার এই নগ্ন পদযাত্রা।
আপনার মূল্যবান মতামত দিন: