ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাবি শিক্ষক সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০ ০৪:২৩; আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ২২:৩৫

ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবন চত্বরে কর্মসূচিটি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, একটি দেশে যখন সংঘবদ্ধ ধর্ষণ সংঘটিত হয় তখন বোঝা যায় অপরাধটির মাত্রা কতটা ভয়াবহ। নারীরা আজ দেশের কোনো স্থানে নিরাপদ নয়, সব জায়গায় তাদের যৌন হয়রানির শিকার হতে হচ্ছে। এটি একটি ভয়াবহ সামাজিক সমস্যা, তাই এর বিরুদ্ধে সকল শ্রেণির মানুষকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।

তারা আরও বলেন, শুধু ধর্ষণকারীকে নয় এর আশ্রয়-প্রশ্রয়দাতাদের খুঁজে বের করতে হবে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড সাজা রেখে অধ্যাদেশ জারির জন্য সরকারকে ধন্যবাদ জানান বক্তারা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক সায়েদুজ্জামান মিলন, সদস্য অধ্যাপক রেজাউল করিম, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু,লোক প্রশাসন বিভাগের অধ্যাপক শুভ্রা রানী চৌধুরী, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হক, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান,ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুন রশীদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সম্পাদক ড. সাজ্জাদ বকুল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুস্তাক আহমেদ, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম প্রমুখ।

কাফি/০৫




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top