ঢাকায় রাবি অধ্যাপকের স্ত্রীর চেইন উদ্ধার

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩ মে ২০২৩ ০৪:১২; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৬:৫৪

গ্রেপ্তার জিসান জাহিদ হাসান ও মো. রানা। ছবি সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ছিনতাই হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরীর স্ত্রীর সোনার চেইন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন জিসান জাহিদ হাসান (২৩) ও মো. রানা (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গ্রেপ্তার জিসান ও রানা পেশাদার ছিনতাইকারী। জিসান চেইনটি ছিনিয়ে নিয়েছিলেন। তার বিরুদ্ধে ডাকাতির পাঁচটি মামলা রয়েছে। তিনি এ পর্যন্ত সাতবার কারাগারে গেছেন। কারাগার থেকে বেরিয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়েছেন। গ্রেপ্তাররা চেইন ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঢাকায় বেড়াতে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী। গত শনিবার বিকেল ৩টায় স্ত্রীকে নিয়ে রাজধানীর গোলাপশাহ মাজার রোড দিয়ে যাচ্ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।

এসময় এক ছিনতাইকারী তার স্ত্রীর গলার সোনার চেইন নিয়ে পালিয়ে যায়। পরে পল্টন থানায় অভিযোগ করেন অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। অভিযোগ করা পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো প্রতিকার না পেয়ে রোববার বিকেলে ঘটনাস্থলে দাঁড়িয়ে ফেসবুক লাইভে করেন অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top