রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৯ মে ২০২৩ ২১:০৭; আপডেট: ২১ মে ২০২৩ ০৫:০৮

ছবি: সংগৃহীত

সরাসরি নিয়োগপ্রাপ্ত অফিসারদের (১০ম গ্রেড তদুর্ধ) মর্যাদা, অধিকার, ন্যায়সংগত দাবি আদায় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে এক সভায় সর্বসম্মতির ভিত্তিতে সংগঠনটি গঠন করা হয়।

এসময় মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও মো. রাকিবুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান চঞ্চল।

এদিকে সভায় রাজশাহী ইউনিভার্সিটি ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের ১৫সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন ও টেকনিক্যাল কমিটি গঠন, অ্যাসোসিয়েশনের চাঁদা কর্তন, নতুন ব্যাংক একাউন্ট খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় আরোও বক্তব্য রাখেন, ড. মো গোলাম মোস্তফা উপ-গন্থাগারিক কেন্দ্রীয় গন্থাগার, এ. এইচ এম. আসলাম হোসেন উপ-রেজিস্ট্রার (একাডেমিক), সেলিনা খান উপ-রেজিস্ট্রার দপ্তর, জাকিরুল ইসলাম উপ রেজিস্ট্রার এগ্রোনমী বিভাগ, মো আব্দুল মালেক উপ-রেডিস্ট্রার প্রকৌশল অনুষদ, মো আসলাম রেজা উপ-গ্রন্থাগারিক বরেন্দ্র গবেষণা জদুঘর, মো করুজ্জামান চঞ্চল উপ-পরিচালক, শরীরচা শিক্ষা বিভাগ, মোঃ তৌহিদুল ইলনাম সেকশন অফিসার কেদ্ৰীয় ভান্ডার এবং  উপ-রেজিস্ট্রার দপ্তরের গোলাম কাওসার প্রমূখ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top