প্রক্সি কাণ্ডে জড়িত রাবি শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৮ জুন ২০২৩ ০১:১৩; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১০:৫৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হওয়া এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৭ জুন) রেজিস্টার অধ্যাপক মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বহিস্কৃত শিক্ষার্থীর নাম স্বপন হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার প্রথম শিফটে কৃষি অনুষদের একাডেমিক ভবনে ১৩৫ নম্বর কক্ষে তানভীর আহমেদে নামের একজনের পরিবর্তনে প্রক্সি দিতে গিয়ে আটক হন স্বপন হোসাইন।
মো. স্বপন নওগাঁর বদলগাছি থানার চকগপিনাথ গ্রামের মোজাম্মেল হোসাইনের ছেলে।
এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. মো. নূরুল মোমেন বলেন, কেউ অনিয়ম বা খারাপ কাজের সাথে যুক্ত হলে তাকে সাজা পেতেই হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্তটি নিয়েছে সেটা অবশ্যই ভালো। কারন তাকে তো হাতেনাতে ধরা হয়েছিল। আর তথ্য প্রমাণের ভিত্তিতেই সে অপরাধী। আমার কাছে এটা দুঃখজনক যে সেই শিক্ষার্থীটা আমার বিভাগের শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গত ৩০ মে কৃষি অনুষদের একাডেমিক ভবনে ১৩৫ নম্বর কক্ষে সকাল ৯-১০ টার শিফটে প্রকৃত শিক্ষার্থী তানভীর আহমেদ রোল (২৪০৯৬) এর হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী প্রক্সি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার কারণে শিক্ষার্থী মো. স্বপন হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: