বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাবি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মে'র নতুন কমিটির শ্রদ্ধা

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩ ২২:১৯; আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ২২:২২

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মে'র নতুন কমিটির যাত্রা শুরু করেছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এসময় শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন ও মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় নবগঠিত রাবি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম'র সাধারণ সম্পাদক মো. আজিম মোল্যা বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আমাদের পিতারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।

এছাড়াও মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায় ও নতুন কমিটিকে গতিশীল করতে সকলকে আহ্বান জানান তিনি।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আজিম মোল্যার সঞ্চালনা ও সহ-সভাপতি শাহজালাল ইসলাম তুহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মিনহাজুর রহমান ইভান, শেখ হাবিবুর রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক জিদনি রহমান, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক দায়িত্বশীল ও সদস্য।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top