রাবিতে পাবনা জেলা সমিতির সভাপতি নাঈম, সম্পাদক শামীম
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩ ১১:২৩; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২১:০০
-2023-11-20-11-19-13.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. নাঈম হাসানকে সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. শামীম হোসানকে সাধারণ সম্পাদক করা হয়।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে চড়ুইভাতি আয়োজন ও পরবর্তীতে ৫৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা রাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত সদস্য ইব্রাহিম হোসেন মুন অনলাইনে যুক্ত ছিলেন।
সদ্য সাবেক কমিটির সম্পাদক মনির রুহানির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহিম হোসেন মুন'র সহধর্মিণী আয়েশা সিদ্দিকা শিমুল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মো. রকিবুল ইসলাম জয়।
দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে রাবি ছাত্রলীগের ২৬তম কমিটিতে পদপ্রাপ্ত পাবনা জেলার কৃতি শিক্ষার্থী ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সোহাগ, রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নেত্রী নাশরাত আর্শিয়ানা ঐশী, রাবি শাখাকে পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: