বাবার মৃত্যু বার্ষিকীতে ছাত্রলীগ নেতা গালিবের কম্বল বিতরণ
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩ ০০:৪০; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২১:০৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব'র পিতা আহম্মদ আলী প্রামাণিকের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকালে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে অসহায়দের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
এসময়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, শীতার্ধ মানুষের পাশে সবসময়ই ছাত্রলীগ থাকে। সেই প্রত্যয়ের সঙ্গে আমার সাধারণ সম্পাদকের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি৷ এছাড়া মরহুমের জন্য সকলের কাছে দোয়া চাই।
এসময়ে আরও উপস্থিত ছিলেন নতুন কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, আশিকুর রহমান অপু, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া, জাহিদ হাসান সোহাগসহ বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: