চবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪ ১৭:৪৩; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৪:৪৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওযা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনার সূত্রপাত।

প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা নগরীর ষোলশহরের ২নং গেইট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে বেলা আড়াইটার শাটল ট্রেনে উঠলে সেখানে আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগ। এ সময় আন্দোলনের সমন্বয়কারী তালাত মাহমুদ রাফিকে তুলে প্রক্টর অফিসে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া শাটল ট্রেনের চাবিও নিয়ে যায়। পরে প্রক্টর অফিসের দিকে মিছিল নিয়ে রওয়ানা দেয় আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি ক্যাম্পাসেই আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ৩টার দিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টর অফিসের দিকে মিছিল নিয়ে গেলে তাদের ধাওয়া দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরাও ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী আহত হন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top