২৮ থেকে ৪২তম বিসিএসের ২৫৯ জনের নিয়োগ
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪ ১৮:০৮; আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২২:৫৩

সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ২৮তম থেকে ৪২তম বিসিএস পর্যন্ত ২৫৯ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৪ আগস্ট) বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুসারে ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা বেতনক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে তাদের যোগদান করতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তারা চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: