রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা অধ্যক্ষ বলছেন যড়যন্ত্র শিকার
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪ ২৩:৩৪; আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০৯:১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের অধ্যক্ষ মো. শফিউল আলম'কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে স্কুলের শিক্ষক মিলনায়তনে সহকারী অধ্যাপক আশুতোষ ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় শফিউল আলমকে অধ্যক্ষ পদে অবাঞ্ছিত ঘোষণা করা ছাড়াও তিনি ভবিষ্যতে কোনোভাবে স্কুলে অধ্যক্ষ হিসেবে প্রবেশের চেষ্টা করলে স্কুলের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম হতে বিরত থাকার এবং সিদ্ধান্তটি রাবি প্রশাসনকে অবহিত ও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এবিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী অধ্যাপক রেজাউল করিম বলেন, অধ্যক্ষ শফিউল আলমের বিরুদ্ধে অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি আমাদের সহকর্মীদের সঙ্গে নানা ধরণের দুর্ব্যবহার করেছেন। তার আর্থিক বিষয়ে অস্বচ্ছতা রয়েছে এবং তার নিয়োগ প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ শিক্ষক সমিতির পক্ষ থেকে সকলের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠানকে রক্ষার স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।
এদিকে এবিষয়ে জানতে চাইলে স্কুল'টির অধ্যক্ষ শফিউল আলম বলেন, কতিপয় ব্যক্তি তাদের আক্রোশের কারণে এই ধরনের কাজ করেছে আমি যড়যন্ত্রের শিকার। আর তারা যে অনিয়মের কথা বলেছে তা সত্য নয়। এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি শুধুমাত্র সদস্য সচিব হিসেবে কাজ সম্পন্ন করি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন ।
আপনার মূল্যবান মতামত দিন: