রাবিতে এনটিআরসিএ কর্তৃক গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৭; আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১১:৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অবৈধ গণবিজ্ঞপ্তির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করেছেন বিশ্ববিদ্যালয়ের ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন জোহা চত্বরে এই প্রতিবাদ সমাবেশ করেন তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কতিপয় অসাধু কর্মকর্তা শিক্ষক সংকটের দোহাই দিয়ে নিয়োগ বাণিজ্য করার পায়তারা করছে। এনটিআরসিএর দুর্নীতির মাধ্যমে ৬০ হাজার জাল সনদধারী শিক্ষকতার পদে চাকুরি করছে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং দ্রুততম সময়ে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এমপিও নীতিমালায় স্পষ্ট বলা আছে শিক্ষক পদে নিয়োগের বয়স অনুর্ধ্ব ৩৫ বছর, সুতরাং ৩৫ ঊর্ধ্বরা অবৈধ। পরিপত্র অনুযায়ী শিক্ষক নিবন্ধনে যাদের সার্টিফিকেটের (৩ বছর) মেয়াদ নেই তারা নতুন করে আবেদন করতে পারবে না। সবশেষে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করছি।
আরবী বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, এনটিআরসিএর পরিপত্র অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। অটো এমপিও চালু করে ষড়যন্ত্রের সাথে জড়িত কর্মকর্তাদের অপসারণ করতে হবে। ১৮তম নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার রেজাল্ট অতি দ্রুত দিতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী এম. এ. ইউসুফ আলী বলেন, আমাদের অবস্থান 'অবৈধ বিশেষ গণবিজ্ঞপ্তি' এর বিরুদ্ধে। দাবিগুলো সুস্পষ্ট, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আমাদের ন্যায্য দাবি পূরণ করার আহবান জানাচ্ছি।
উল্লেখ্য, প্রতিবাদ সমাবেশে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: