ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা পেছাল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪ ২০:২৭; আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৪:০৫

বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ১৪ দিন পিছিয়েছে।
বুধবার ঢাবি সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা চৌদ্দ দিন পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: