রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৫ জানুয়ারি

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪ ১৯:০৭; আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৯:১৩

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৫ জানুয়ারি, ২০২৫ দুপুর ১২টা থেকে শুরু হবে এবং চলবে ১৬ জানুয়ারি, রাত ১২টা পর্যন্ত।

চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী বছরের  ২০ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হয়ে এবং শেষ হবে ২০ ফেব্রুয়ারি, ২০২৫  রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

এবারের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। 'বি' ইউনিট (বাণিজ্য) পরীক্ষাটি ১২ এপ্রিল শুরু হবে, 'এ' ইউনিট (মানবিক) পরীক্ষা ১৯ এপ্রিল এবং 'সি' ইউনিট (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।

সুতরাং, আগ্রহী শিক্ষার্থীরা নির্দিষ্ট তারিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top