সেভ ইয়ুথ রাবি চ্যাপ্টারের নেতৃত্বে সামসাদ ও অনুপ

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৪২; আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:৩০

ছবি: সংগৃহীত

‘সেভ ইয়ুথ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের ২০২৪-২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

২৪ সদস্যের এই কমিটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামসাদ জাহান কো-প্রেসিডেন্ট এবং লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনুপ বৈদ্য সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

গতকাল সোমবার (২৫ নভেম্বর) এই কমিটি ঘোষণা করেন সেইভ ইয়ুথের ন্যাশনাল মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আইনুল ইসলাম। এতে রাবি চ্যাপ্টারের মডারেটর মনোনীত হয়েছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া আউয়াল তৃষা।

বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তুলছে স্টুডেন্টস অ্যাগেইনেস্ট ভায়োলেন্স এভরিহয়্যারের (এসএভিই) ‘সেভ’। শান্তির প্রচার, সহিষ্ণুতা, বৈচিত্র্যের প্রতি সম্মান, গণতান্ত্রিক মূল্যবোধের প্রচার এবং নারী-পুরুষ, সক্ষম-অক্ষম নির্বিশেষে সমাজের সবার অন্তর্ভুক্তির লক্ষ্যে ২০১৮ সাল থেকে ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে সংগঠনটি।

রাবি চ্যাপ্টারের নব্য মনোনীত সাধারণ সম্পাদক অনুপ বৈদ্য বলেন, "নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে সহিংসতা নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করব। SAVE-এর মূল আদর্শ ধারণ করে, শোষণ ও বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"

কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন- টিম লিড, শী লিডস- রাজিয়া খানম তানজিলা, কো-টিম লিড হৃিদিকা আহসান শ্রেয়া, টিম লিড, কানেক্রিং ডটস্- মো. আর রাফি সিরাজী, কো-টিম লিড আল হাবিব, টিম লিড, ইয়াং মাইন্ডস- নাঈম ইবনে জামান, কো-টিম লিড মাসুম বিল্লাহ, টিম লিড, ইয়ুথ ডেমোক্রেসি- আশিকুল ইসলাম, কো-টিম লিড সাবিনা ইয়াসমিন, টিম লিড, ইয়ুথ মিডিয়া- আবু ছালেহ শোয়েব, কো-টিম লিড শাহ পরান, টিম লিড, ইয়ুথ ভয়েস- মামুন খান, কো-টিম লিড মৌমিতা হক মেঘা, টিম লিড, ইয়ুথ ডিসেবিলিটি অ্যান্ড ইনক্লুশন- আসাদুজ্জামান সীয়াম, কো-টিম লিড সাদিয়া ওয়াসিমা, টিম লিড, ক্যাম্পাস রেজিলিয়েন্স- মাহমুদুল হাসান, কো-টিম লিড আন্নি আক্তার লিজা, টিম লিড, ইভেন্ট অ্যান্ড আউটরিচ- মো. আবু নাঈম, কো-টিম লিড ইসরাত জাহান ওবনি, টিম লিড, ইয়ুথ এমপ্লয়েবিলিটি- মো. ইউসুফ শরিফ, কো-টিম লিড সবুজ রানা।

সার্বিক বিষয়ে নবগঠিত কমিটির কো-প্রেসিডেন্ট সামসাদ জাহান বলেন, "নতুন এ কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত। Student Against Violence Everywhere (SAVE) শান্তি, সহিষ্ণুতা ও বৈচিত্র্য নিয়ে কাজ করে এবং আমরা সমাজে ইতিবাচক পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের নেতৃত্বে আমরা সেভ ইয়ুথ বাংলাদেশের লক্ষ্য অর্জনে কাজ করব এবং সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ সমাজ গঠনে অবিরত চেষ্টা চালিয়ে যাব।"



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top