সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে রাবিতে বিক্ষোভ মিছিল

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪ ০৭:১৩; আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ০৭:২২

ছবি: রাজ টাইমস

ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবি জানান তারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টায় শহীদ জোহা চত্বরের সামনে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এর আগে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোহা চত্বরে মিলিত হতে দেখা যায়। পরে জোহা চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

'জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি', 'এক দুই তিন চার, ইসকন তুই দেশ ছাড়', ' একশন একশন, ডাইরেক্ট একশন','আমার সোনার বাংলায়, উগ্রবাদের ঠাই নাই',' ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান', ' মুদীর দালালেরা, হুশিয়ার সাবধান',' সারা বাংলায় খবর দে, ইসকনের কবর দে' এমনসব স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারের দোসর ও দিল্লির ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে চিন্ময় কৃষ্ণ দাসের বিচার দাবি করেন তারা।

আলিফ নামের এক শিক্ষার্থী বলেন, আমরা ফ্যাসিবাদ ঠিকিই হটিয়েছি কিন্তু তাদের দোষররা বাংলাকে নিয়ে আবারও ষড়যন্ত্র করছে। ভারতের ষড়যন্ত্রে আজকে ইসকন সদস্যরা চট্রগ্রামে আমাদের এক ভাইকে প্রকাশ্যে হত্যা করেছে। ইসকন এতো সাহস কোথা থেকে পাচ্ছে? আমাদের আবারও এক হয়ে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। এছাড়াও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার চাই।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সাইফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা সন্ত্রাসী সংগঠন ইসকনের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছি। শুধু আজ নয় সবসময় ইসকন বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম। বাংলাদেশ থেকে ইসকনের নাম চিরতরে মুছে দিতে হবে। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করে আবার নতুন ফ্যাসিবাদ আমরা চায়না।

উল্লেখ্য, চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নিহত হন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে ঘটে এ ঘটনা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top