একশো পাঁচ বছরে পদার্পণ রাজশাহীর বরেন্দ্র রিচার্স মিউজিয়াম

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪ ১৯:২৭; আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:২৯

ছবি: ইন্টারনেট।

বাংলার ইতিহাসচর্চার পাদপীঠ বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম'র ভবন আজকের দিনে (২৭ নভেম্বর) উদ্বোধন করা হয়।

১৯১৯ সালের ২৭ নভেম্বর মিউজিয়ামটির উদ্বোধন করেন বাংলার তৎকালীন গভর্নর লর্ড রোনাল্ডসে। ফলে একশত পাঁচ বছরে পদার্পণ করেছে মিউজিয়ামটি।

এ উপলক্ষে আজ বুধবার (২৭ নভেম্বর) রাজশাহী বরেন্দ্র ইতিহাস পরিষদের প্রতিষ্ঠা ও পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. সফিকুল ইসলাম ক্যাম্পাস ও নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ প্রচারপত্র বিতরণ করেন। এর আগে এসব প্রচারপত্র উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল ইসলাম মাসুদ।

'ইতিহাস পাঠ-১' নামে এসব প্রচারপত্রে বরেন্দ্র মিউজিয়াম প্রতিষ্ঠা ও এর সার্বিক ইতিহাস সংক্ষেপে তুলে ধরা হয়েছে। তবে, দিবসটি উৎযাপন উপলক্ষে কোন আয়োজন করেনি বরেন্দ্র মিউজিয়াম কর্তৃপক্ষ।

জানতে চাইলে মো. সফিকুল ইসলাম বলেন, আজকের এ দিনে বরেন্দ্র মিউজিয়াম দর্শনার্থীদের জন্য প্রত্ননিদর্শন হিসেবে উন্মুক্ত করা হয় এবং মিউজিয়াম গ্রন্থাগার চালু হয়। এই মিউজিয়ামটি বাংলাদেশের প্রথম এবং বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত ভারতবর্ষের প্রথম মিউজিয়াম। শতাব্দী প্রাচীন ‘বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গৌরবময় প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়ে আসছে। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে বিশ্ববিদ্যালয় বা মিউজিয়াম কর্তৃপক্ষের থেকে তেমন কোন আয়োজন চোখে পড়ে না। তাই নিজ উদ্যোগে তরুণ প্রজন্মের কাছে প্রচারপত্র বিতরণের উদ্যোগ নিয়েছি।

এ বিষয়ে বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান বলেন, আজ ভবনটি উদ্বোধন করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। কুমার শরৎকুমার রায় সহ আরও অনেকের আর্থিক সহযোগীতা ও উদ্যোগে ভবনটি নির্মান করা হয়। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর। এই দিনটি উপলক্ষে মিউজিয়াম তেমন কোন আয়োজন এতোদিন করেনি।

আমি কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছি। তবে প্রতিষ্ঠাবার্ষিকী সহ অন্যান্য সকল দিবস এখন থেকে জাঁকজমকপূর্ণ পালন করার পরিকল্পনা নিয়েছি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top