রুয়েটে Link3 ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৫; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০৩:৫২

ছবি: সংগৃহীত

রুয়েট ক্যারিয়ার ফোরামের উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Link3 এর ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার দেশে অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ কোম্পানি Link3 এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব "রুয়েট ক্যারিয়ার ফোরাম" এর আয়োজনে Link3 ক্যারিয়ার ফেয়ারে অংশ নেয়। এতে ক্লাব পার্টনার হিসেবে অংশ নেন রুয়েটের ফটোগ্রাফি ক্লাব "পিএসআর"।

আয়োজিত ক্যারিয়ার ফেয়ারটি তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত তরুণ প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। এরমধ্যে দ্বিতীয় ধাপে সকাল ১০. ৩০ টা থেকে ১১.৩০ টা পর্যন্ত লিডারশীপ এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকেল ২.৩০ টা থেকে বাছাইকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হয়।

এতে বেশ কিছু প্রার্থীকে ইন্টার্নশিপের জন্য বাছাই করা হয়। তাছাড়া কিছু প্রার্থীর অসাধারণ দক্ষতার জন্য তাদেরকে গ্রাজুয়েশন শেষে সরাসরি চাকরির অফার দেয়া হয়।

আয়োজনকালে আগত অতিথি সহ আয়োজকেরা রুয়েটের উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য তরুণ ইঞ্জিনিয়ারদের জন্য এধরণের আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে রুয়েটের শিক্ষার্থীদের স্বার্থে এধরণের আয়োজন আরো বেশি বেশি করার আগ্রহ প্রকাশ করেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top