প্রশ্নপত্র ফাঁস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পরীক্ষা স্থগিত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৩; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০৩:৫৮

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষা স্থগিত করা হয়।
এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উড়োচিঠি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে অজ্ঞাত ব্যক্তিরা। এই চিঠির পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উড়ো চিঠিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা পান তারা। এর পরই পরীক্ষা স্থগিত করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল চলতি বছরের ২৩ অক্টোবর। আজ (বৃহস্পতিবার) ওই বিভাগের ৪১৯ নম্বর কোর্সের পরীক্ষা ছিল। এটিই এই বর্ষের শেষ পরীক্ষা।
আপনার মূল্যবান মতামত দিন: