কুয়াশা ও মৃদু বাতাসে রাবি ক্যাম্পাসে শীতের আগমনী বার্তা

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪ ১৯:২৩; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০৩:৫৬

ছবি: সংগৃহীত

ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শীতের আগমনের বার্তা নিয়ে এসেছে। সাথে ক্যাম্পাসে গুড়ি গুড়ি বৃষ্টি শীতের এ আমেজকে করেছে আরো প্রাঞ্জল।

শীতের এ হালকা বৃষ্টিই গাছের পাতায় বয়ে টিপ টিপ শব্দ করে মাটিতে গড়ে পড়ছে। সবকিছু মনে হয় এক তুষার রাজ্য। শীতের মৃদু বাতাসে মনের ভেতরে স্নিগ্ধ ও সতেজ অনুভুতি নিয়ে এসেছে। গাছের পাতা ও ঘাসের ডগায় শিশির জমেছে সাথে শীতের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা।

বাংলাদেশে পৌষ ও মাঘ মাস শীতকাল হলেও একটু আগে ভাগেই অগ্রহায়ণের শেষদিকে উত্তরের জেলা রাজশাহীতে শীত নামতে শুরু করেছে। কয়েক সপ্তাহ ধরে রাজশাহীতে শীতের তীব্রতা নেই বললেই চলে।

তবে সোমবার (৯ ডিসেম্বর) হঠাৎ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ঘন কুয়াশায় পুরো ক্যাম্পাসে আচ্ছন্ন হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজকে রাজশাহী অঞ্চলের সারাদিনের গড় তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।

সাধারণত সকালে ভোরের প্রকৃতিতে ঢেকে থাকে কুয়াশায়। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের উষ্ণতা ছড়ায়। তবে আজকে এক ভিন্ন চিত্র সারাদিন সূর্য মামার নেই দেখা ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, প্যারিস রোড, বুদ্ধিজীবী চত্বর, আমতলাসহ পুরো ক্যাম্পাসে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী রাফাসান আলম অনুভূতি প্রকাশ করে বলেন, "ক্যাম্পাসে শীতের আগে বৃষ্টি এক আশ্চর্য মুহূর্তের সৃষ্টি করছে। মেঘের স্তর ভারী হয়ে আসা, আকাশে আলো হারিয়ে যাওয়া এবং চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। এছাড়াও বৃষ্টির টিপ টিপ শব্দ ক্যাম্পাসের শান্ত পরিবেশে এক ভিন্ন আবহ তৈরি করেছে। এ বৃষ্টি যেন শীতের আগমনের পূর্বাভাস দেয়।"

পরশ নামে আর এক শিক্ষার্থী বলেন, "বৃষ্টির সাথে হিমেল বাতাসে ঠান্ডা অনুভূতি আসছে তবে তা শীতের প্রস্তুুতির পাশাপাশি কিছুটা শীতের তীব্রতাও ছড়াচ্ছে। চারিদিকে কুয়াশাচ্ছন্ন এ পরিবেশে বন্ধুদের সঙ্গে প্যারিস রোডে হাঁটা, দোকানে চা খাওয়ার অনুভূতি আনন্দের এক নতুন মাত্রা নিয়ে এসেছে।"



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top