সীমান্ত হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ সমাবেশ

ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৫ ১৯:০৯; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৩:৫৭

- ছবি - ইন্টারনেট

সীমান্ত হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে ফেলানী হত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় মিছিলে শিক্ষার্থীরা ‘আজকের এই দিনে, ফেলানী তোমার মনে পড়ে’, ‘ফেলানীর রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ভারতীয় আগ্রাসন, বন্ধ করো করতে হবে’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ২০১১ সালে ভারতীয় বাহিনী ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলো। আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন দিয়েছে। ভারত এখনো সীমান্ত হত্যা বন্ধ করেনি। ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে আধিপত্যবাদী মনোভাব নিয়ে চলে। সেদিন ভারত ফেলানীর লাশ ঝুলিয়ে রাখেনি, তারা বাংলাদেশের মানচিত্রকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলো। আমরা ফেলানী হত্যাসহ সকল সীমান্ত হত্যার বিচর চাই।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, বিগত দিনে ভারত আমাদের দেশে আধিপত্যবাদ বজায় রেখেছিলো। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে কথা বলার। বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্যবাদ জনগণ মেনে নিবে না। আমরা বর্তমান সরকারের কাছে সকল সীমান্ত হত্যার বিচারের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top