রাবি আইসিটি সেন্টারের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি গঠিত

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০২:৪৯

- ছবি - ইন্টারনেট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘হল ব্যবস্থাপনার অটোমেশন সফটওয়ার ও RU Apps প্রস্তুত’ কার্যক্রমের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে তদন্তের জন্য ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর মোহাম্মদ তৌফিক আলমকে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী)জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া কমিটিকে বিভিন্ন দপ্তরে তথ্য প্রযুক্তি বিষয়ক সেবা ও সে উদ্দেশ্যে প্রস্তুতকৃত সফটওয়ারের উপযোগিতা ও এতদসংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অনুসৃত প্রক্রিয়ার যথার্থতা সম্পর্কে অনুসন্ধানের জন্যও বলা হয়েছে।

বর্ণিত কার্যক্রম সম্পন্ন করে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top