রাবির আরবী বিভাগের দ্বিতীয় অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪০; আপডেট: ১২ মার্চ ২০২৫ ১০:২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুআ) দ্বিতীয় সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনটি আজ বিকেলে শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত।
বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আরবী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, সম্মিলনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব, অ্যালামনাই বক্তা থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন (প্রশাসন), প্রফেসর ড. মোহা ফরিদ উদ্দীন খান (একাডেমিক) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরবী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।
দুই দিনব্যাপী এই সম্মিলনের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে অ্যালামনাই মঞ্চে পরিচয় পর্ব, পরিবেশনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পরে শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবন সংলগ্ন আম তলায় আলোচনা সভা, অ্যালামনাই কমিটি গঠন, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে সম্মিলনের সমাপ্তি ঘোষণা করা হবে।
প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম বলেন, আরবী বিভাগের ৫০ বছরের গৌরবময় পথচলার সাফল্য উদযাপন ও শিক্ষক-শিক্ষার্থীর মহামিলনের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে এ অনুষ্ঠান একটি মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।
আপনার মূল্যবান মতামত দিন: