রুয়েটের শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদারতা: চুরি হওয়া ফোনের বদলে নতুন উপহার!

রুয়েট প্রতিনিধি: | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬; আপডেট: ১২ মার্চ ২০২৫ ১০:২৩

- ছবি - ইন্টারনেট

গত ৬ ফেব্রুয়ারি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোহান আলীর মোবাইল ফোন ট্রেনে করে বাড়ি ফেরার পথে চুরি হয়ে যায়। বিষয়টি জানার পর তার সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীরা এক অভাবনীয় উদারতার নজির স্থাপন করেন—তারা মিলে সোহানকে একটি নতুন মোবাইল ফোন উপহার দেন।

হঠাৎ পাওয়া এই উপহার সোহানকে আবেগাপ্লুত করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন—

"গত ৬ ফেব্রুয়ারি ট্রেনে আমার ফোন চুরি হয়ে যায়। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা যা করলেন, তা কল্পনাও করিনি। আজ ১০ ফেব্রুয়ারি, তারা সবাই মিলে আমাকে একটি নতুন ফোন উপহার দিয়েছেন। এতো ভালোবাসা পেয়ে আমি সত্যিই অভিভূত। রুয়েট শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার।"

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়। অনেকে রুয়েটের শিক্ষার্থীদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন। একজন শিক্ষার্থী বলেন, "রুয়েটের বন্ধন শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি পরিবার যেখানে বিপদের সময় সবাই একসঙ্গে থাকে।"

এই ঘটনা আবারও প্রমাণ করল, প্রযুক্তি শিক্ষার পাশাপাশি রুয়েট শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধের ক্ষেত্রেও অনন্য।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top