রুয়েটে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক অনুষ্ঠান "ক্যারিয়ার ক্যাটালিস্ট ২.০" সফলভাবে সম্পন্ন
রুয়েট প্রতিনিধি | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৩; আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ক্যারিয়ার ফোরামের আয়োজনে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো "ক্যারিয়ার ক্যাটালিস্ট ২.০"। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশের খ্যাতনামা পেশাজীবী, উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। তারা ক্যারিয়ার গঠনের জন্য অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, দক্ষতা উন্নয়ন ও নেটওয়ার্কিংয়ের গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা লাভ করেন।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Shabash Fakibaz-এর প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াসিক আমিন, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট-এর সার্ক অঞ্চলের ডেপুটি কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং "Humour Tablet"-এর অ্যাডমিন ও "Passive Journal"-এর প্রযোজক মুশফিক ইনাম তূর্য। এছাড়াও বিভিন্ন বিশেষজ্ঞ পেশাজীবীরা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি অতিথিদের কাছ থেকে ক্যারিয়ার সংক্রান্ত পরামর্শ নেন, পাশাপাশি নেটওয়ার্কিং সেশনে শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পান, যা ভবিষ্যতে তাদের কর্মজীবনে সহায়ক হবে।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল রুয়েট রিপোর্টার্স ইউনিটি। সফল আয়োজনের জন্য রুয়েট ক্যারিয়ার ফোরাম সকল স্পন্সর, অতিথি, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: