দোয়া ও মুনাজাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল রাবির বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৮; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৯:২১

- ছবি - ইন্টারনেট

দোআ ও মুনাজাতের মাধ্যমে ভিন্নভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন "বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ।"

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সংগঠনটি একটি র‍্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করে।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আহমেদ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহকারী পরিচালক সামসুল আলম, অফিস সম্পাদক ইমরান হাসানসহ অন্যান্য সদস্যরা।

দোয়া শেষে সংগঠনের পরিচালক আহমেদ রায়হান বলেন, "পৃথিবীতে একমাত্র বাঙালিরাই ভাষার জন্য জীবন দিয়ে নজির স্থাপন করেছেন। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে সেই শহীদদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করছি।"

এসময় সংগঠনের অফিস সম্পাদক ইমরান হাসান জানান, "বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ একটি সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন। দোয়া পাঠ করাও আমাদের বাঙালিয়ানা ও মুসলিম সংস্কৃতির অংশ। আমরা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মুনাজাতের সুন্দর এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে আনতে চাই।"



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top